নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, (২৭ জানুয়ারি ২০২২) শেয়ার দর পতনের শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেডের আজকের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ৭.১৩ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ৬৩.১০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ৬০.১০ টাকা এবং ক্লোজিং প্রাইস ৫৮.১০ টাকা। আজকের শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ৫৭.৩০ টাকা এবং সর্বোচ্চ ৬১ টাকায়। কোম্পানিটি ৬৯৪ বারে ২ লাখ ৩৫ হাজার ১৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লক্ষ টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ৫৭.৩০ টাকা এবং সর্বোচ্চ ৯৮.৪০ টাকায়। বিগত ৫ বছরে কোম্পানিটি নগদ লভ্যাংশ লভ্যাংশ প্রদান করেছে ২০২১ সালে ২০ শতাংশ, ২০২০ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ১০ শতাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ এবং ২০১৭ সালে ২০ শতাংশ। কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের এ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৭৯ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৪.৪৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইল লিমিটেড ৪.৩৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৩.০৪ শতাংশ, জুট স্পিনার্স লিমিটেড ৪.১৯ শতাংশ, নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেড ৪.৪৭ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেড ৩.৭৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৩.৭৪ শতাংশ এবং তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড এর দর ৩.৭৪ শতাংশ হ্রাস পেয়েছে।