নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দর পতনের শীর্ষে উঠে এসছে বস্ত্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর হ্রাস পেয়েছে ৪.৫৩ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ২০৯.৫০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২০৭.৭০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৯৮.৩০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ১৯৭.১০ টাকা থেকে ২০৯.৫০ টাকায়। কোম্পানিটি আজকে ৬৮০ বারে ৫৮ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ টাকা। ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর হ্রাস পেয়েছে ৩.৭০ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৮.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৮ টাকা ও ক্লোজিং প্রাইজ ৭.৮০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৭.৮০ টাকা থেকে ৮.৩০ টাকায়। কোম্পানিটি আজকে ২৫৬ বারে ৯ লাখ ২১ হাজার ৬৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৩ লাখ ৪০ হাজার টাকা। ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- পপুলার লাইফ-১ম মিউচুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩.২৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.১২ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.০৭ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ২.৮২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২.৮১ শতাংশ এবং কপারটেকের ২.৮১ শতাংশ দর কমেছে।