স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নদীর তীর থেকে গলায় রশি বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হাজী দৌলত মাজার এলাকায় শঙ্খ নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত আবুল বাশারের (৪৫) বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে। আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিন ইছাখালি গ্রামের ফকিরার চর এলাকায় একটি গরুর খামারে তিনি কাজ করতেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘গলায় রশি বাধা অবস্থায় আবুল বাশারের লাশ শঙ্খ নদীর তীরে পড়ে ছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে লাশ উদ্ধারের পর পুলিশ মো. ইসমাইল (৪০) নামে মৃতের এক সহকর্মীকে আটক করেছে। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এনইউ