গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরতি ও ধুনুচি নাচ উপভোগ করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। সোমবার (২৩ অক্টোবর) মহা নবমীর রাতে উপজেলার সদর হরিভক্ত পাড়া এলাকার দুর্গাপূজা মন্ডপে নাগরপুর পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছোট-বড় সকলের অংশগ্রহণে ঢাকের তালে উৎসবমুখর ধুনুচি নাচ ব্যাপক আগ্রহ নিয়ে রাত ১১ টা পর্যন্ত উপভোগ করেন এমপি টিটু। পরিশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবি আক্তার, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. বাবর আল মামুন, যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান তুহিন, ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ অন্যান্য আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এবং পূজারী-ভক্ত বৃন্দরা।
উল্লেখ্য, মহা নবমীর দিনে অপশক্তি অসুর বধের প্রতিজ্ঞায় দুর্গোৎসবের মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করছে সনাতন ধর্মাবলম্বীরা। নাগরপুর উপজেলায় সকাল থেকে মন্ডপে মন্ডপে ঘুরে ভক্তরা দেবীর চরণে অর্পণ করছেন পুষ্পাঞ্জলি।