গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে মামুদনগর সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে তাদের মাঠে নূরজাহান স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল এর সভাপতিত্বে ও নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. মতিয়ার রহমান মতি’র উদ্বোধনে সাধারণ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ এই ফুটবল ফাইনাল খেলায় ‘খামার ধল্লা নবারুন সমিতি’ ও ‘কলিয়া সমতা যুব সংঘ’ দুটি দল অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠা এই খেলা ব্যাপক দর্শক উপভোগ্য হয় এবং ১ গোল করে কলিয়া সমতা যুব সংঘ চ্যাম্পিয়ন হয়। পরিশেষে, বিজয়ী দলকে মোটরসাইকেল এবং রানার্স আপ দলকে ফ্রীজ পুরষ্কার প্রদান করা হয়।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খান কিছলু। এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজ সাবেক জিএস আসাদুজ্জামান খান নাদিম, সদর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক মো. খন্দকার মাহফুজুর রহমান সিয়াম, ঢাকা লালবাগ ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. নাজমুল ইসলাম সহ অন্যান্য আ. লীগ নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।