জাকের আলী শুভ, ষ্টাফ রিপোর্টার: মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ও শিলাইদহ এলাকায় অভিযান চালিয়ে পদ্মা নদীর পার থেকে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, চায়না দুয়ারী জালে ছোট বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।
মঙ্গলবার দুপুরে উপজেলার কয়া ও বিকালে শিলাইদহ এলাকার পদ্মা নদীর পার থেকে ১০০০ মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে নদীতে পেতে রাখা অবস্থায় গোপন সংবাদে এ খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান অভিযান চালিয়ে ১০০০ মিটার চায়না কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী নিষিদ্ধ জাল। যার অনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের এ ক্ষতিকর জাল গুলো জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় কুমারখালী থানা পুলিশ সহযোগীতা করেন।