নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিপ্তরের যৌথ উদ্যোগে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়।
এরআগে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মসুচিতে উপস্থিত ছিলেন।