সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: আওয়ামী লীগের সভাপমণ্ডলীর সদস্য ও সাবেকমন্ত্রী প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার ছিলেন বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, মোহাম্মদ নাসিমের ওপর সব সময় আস্থা ও বিশ্বাস রাখতেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আমাদের নেত্রী যখনই কোনো সংকটে পড়তেন, তখনই তার ওপর আস্থা রাখতেন।
বুধবার (৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলরুমে মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, ‘মোহাম্মদ নাসিম তার সততা, আদর্শ, শ্রম ও মেধা দিয়ে আমৃত্যু দেশ ও দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে গেছেন। নিজ কর্মগুণে তিনি দেশ ও দেশের মানুষের মাঝে যুগ যুগ বেঁচে থাকবেন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘আমার এখনো বিশ্বাস হয় না, মোহাম্মদ নাসিম মারা গেছেন। তিনি আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীদের মাঝে বেঁচে আছেন এবং থাকবেন।’
মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, মোহাম্মদ নাসিমের ওপর সব সময় আস্থা ও বিশ্বাস রাখতেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দলের পাশাপাশি সরকার ও ১৪ দলের দায়িত্ব দিয়েছিলেন তাকে।’
মোহাম্মদ নাসিম দায়িত্ব নেওয়ার পর ১৪ দল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ হয়েছিল জানিয়ে আব্দুর রহমান বলেন, ‘১৪ দলের কোনো নেতাই কখনও তার ওপর অভিমান করতে পারেনি। বরং কারও মনে কোনো কষ্ট থাকলে, তা সুন্দরভাবে সমাধান দিতেন তিনি। মোহাম্মদ নাসিমের এটাই ছিল বড় গুণ।’
নিজের ব্যক্তিগত জীবনে মোহাম্মদ নাসিমের অবদানের স্মৃতি স্মরণ করে আব্দুর রহমান বলেন, ‘তিনিতো আমার বড় ভাই ছিলেন। তার স্মৃতিচারণে আমাকে ডেকেছেন। এর চেয়ে বড় আনন্দের, বড় গৌরবের আমার আর কিছু হতে পারে না।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘দেশ ও দেশের মানুষের ভাগ্যন্নোয়নের জন্য মোহাম্মদ নাসিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। যখন যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সফলতার সঙ্গে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তার পরিশ্রমের সুফল এখন দেশের মানুষ পাচ্ছে।’ দেশে কমিনিউটি ক্লিনিক বাস্তবায়নে মোহাম্মদ নাসিমের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের হাত ধরেই স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়িয়েছিল।’
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় তার পিতা মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে বলেন, ‘পিতার মৃত্যুর পর ছেলে হিসেবে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করা অনেক কষ্টের। আমার পিতা মোহাম্মদ নাসিম ছিলেন জনগণের নেতা। নিজের রাজনৈতিক কর্মকাণ্ড, মেধা ও শ্রম দিয়ে স্থান করে নিয়েছিলেন প্রতিটি মানুষের মনের মনি কোঠায়। সারাদেশের মানুষ মোহাম্মদ নাসিমকে এক নামে চিনতেন এবং জানতেন। একজন রাজনৈতিক নেতা হিসেবে মোহাম্মদ নাসিম শতভাগ সফল।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম