জনাব শাকিলা সোলতানা, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব শেখ-শরীফ উজ জামান, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (বন্দর) মহোদয়ের তত্ত্বাবধানে, জনাব আরিফ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, (কর্ণফুলী জোন) এবং জনাব মোঃ কবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ এর সার্বিক সহযোগীতায় অদ্য ১৯/১২/২০২৩ খ্রিঃ ১০ঃ১৫ ঘটিকার সময় এসআই (নিঃ) খাজা এনাম এলাহী সংগীয় অফিসার ফোর্স সহ পতেঙ্গা থানার মামলা নং- ১২, তাং- ১৯/১২/২৩ এর অজ্ঞাতনামা চোর কতৃক মোটরসাইকেল চুরির ঘটনায় আসামি সনাক্ত পূর্বক মহানগরী এলাকা থেকে আসামী মোঃ সোলায়মান হাওলাদার (৩৩), পিতা- হাবিবুর রহমান হাওলাদার, মাতা- মর্জিনা বেগম, স্ত্রী- আয়েশা বেগম কে গ্রেফতার করিয়া আসামির দেয়া তথ্য মতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন বাজালিয়া এলাকা হতে চোরাই যাওয়া FZ-S, V-1 মূল্য অনুমান ১,৯০,০০০( এক লক্ষ নব্বই হাজার) টাকা মোটরসাইকেল টি উদ্ধার করা হয়।