রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

পূজার প্যান্ডেলের কারণে দেখা যায় না জবির প্রধান ফটক

প্রতিবেদক
bdnewstimes
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

google_ad_client = "ca-pub-4770550234200900"; /* footer2 */ google_ad_slot = "footer2"; google_ad_width = 300; google_ad_height = 250;

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটক ও নামফলক সরস্বতী পূজার জন্য তৈরি করা গেট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এর ফলে বাইরে থেকে বুঝার উপায় নেই এটি বিশ্ববিদ্যালয়ের একটি ফটক।

শিক্ষার্থীরা জানান, গেট টা আরেকটু নিচের দিকে করলে বিশ্ববিদ্যালয়ের নামফলকটা ঢাকা পড়তো না। এখন তো বিশ্ববিদ্যালয়ের নাম বুঝারই উপায় নেই। এর কারণে তো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এ ফটকের ঠিক সামনে পূজো উপলক্ষে একটি বড় গেট তৈরি করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ফটক সম্পূর্ণরুপে ঢাকা পড়েছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ের নামফলকটিও দেখা যাচ্ছে না আর।
এ বিষয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল মুঠোফোনে জানান, এটা এখনো ফাইনাল হয়নি সেখানে কাজ আরো বাকি আছে। সকালে এসে বিষয়টি সমাধান করবো। আমিও চাই না বিশ্ববিদ্যালয়ের নাম ঢেকে পূজা উদযাপন করতে।

সর্বশেষ - খেলাধুলা