দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম পূজা হেগড়ে। তাঁর স্নিগ্ধ রূপের সমুদ্রে মজেছেন অনেকেই। বলিউডেও ধীরে ধীরে নিজের ইনিংস জমাতে শিরু করেছেন অভিনেত্রী। পূজার ভক্তরা বলেন ভারতীয় সৌন্দর্য বলতে যা বোঝায় পূজা একদম তাই। কীভাবে নিজের সৌন্দর্য বজায় রাখেন তিনি সেটা জানতে আগ্রহী অনেকেই।
নায়িকা জন্মেছেনই সুন্দরী হয়ে কিন্তু তাই বলে ত্বক নিয়ে তিনি মোটেই হেলাফেলা করেন না। নিয়মিত ত্বকের যত্ন নিতে ভোলেন না তিনি।
কিন্তু পূজার ঝলমলে আভায় পরিপূর্ণ ত্বকের রহস্য লুকিয়ে আছে এক ফেসপ্যাকে। তবে সেই ফেসপ্যাক তিনি বাজার থেকে কেনেন না। কোনও স্পা বা পার্লারে গিয়ে ফেসিয়ালও করান না। এই প্যাক একেবারেই ঘরোয়া যা তিনি নিজেই বানিয়ে নিয়ে থাকেন।
তাহলে কী সেই জাদু প্যাক যার জেরে পূজার রূপ লাবণ্য এত আকর্ষণীয়? এই প্যাকে থাকে হলুদ আর তাজা দুধের ক্রিম। দুধের ক্রিম বা মালাই শুধুই ত্বকে আর্দ্রতা যোগায় না। তার সঙ্গে এটি ত্বক এক্সফোলিয়েটও করে। অর্থাৎ ত্বকের উপরিভাগ থেকে মৃত কোষ সরিয়ে দেয়। ত্বক থেকে ময়লা, জীবাণু এবং বিষাক্ত পদার্থ সরিয়ে ত্বকে জেল্লা আনে মালাই। এ ছাড়া বলিরেখা ও ফাইন লাইনও দূর করতেও পারে দুধের ক্রিম।
আরও পড়ুন: Weather Alert: তাপমাত্রা বাড়ছে চিন্তায়, দু’দিনেই আবহাওয়ার বড় ভোলবদল, রইল লেটেস্ট আপডেট
আরও পড়ুন: সে কী কাণ্ড, সে কী কাণ্ড, বড়দিনে হুলস্থূল! হাইড্রেনে হাঁসফাঁস মহিষ, তারপর ভিডিওতে রইল প্রমাণ
পূজা বলেন যে, অন্য নায়িকাদের মতো তিনি কার্বোহাইড্রেট দেখলেই দূরে পালান না। তাঁর ডায়েটে সব সময় থাকে কার্বোহাইড্রেট আর সামান্য ঘি। কারণ নায়িকার মতে এই দুটো উপাদান ছাড়া ত্বকে জেল্লা আসা সম্ভব নয়।
সকালে উঠে খুব ভাল করে মুখ ধুয়ে নেন পূজা। তারপর খুব ভাল করে ত্বকে ময়েশ্চারাইজার লাগান তিনি, যাতে তাঁর ত্বকের আর্দ্রতা কম না হয়।
বাইরে বেরোলে যাতে ত্বক ট্যান না হয়ে যায় সেই জন্য পূজার সঙ্গে সব সময় থাকে সানস্ক্রিন লোশন।
অভিনয়ের প্রয়োজনে অভিনেত্রীদের নানা চড়া দাগের মেকআপ করতে হয়। তাই শ্যুটিং বা কোনও ইভেন্ট না থাকলে পূজা বিনা মেকআপেই থাকতে পছন্দ করেন। এতে ত্বক নিজের মতো নিঃশ্বাস নিতে পারে বলে মনে করেন তিনি। ক্ষতিকর রাসায়নিক দেওয়া মেকআপ যত কম ব্যবহার করা যায় ততই ভাল বলে ধারণা অভিনেত্রীর।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pooja Hegde, Skin Care Tips