কোনও AC-র অটো মোড স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা অনুযায়ী সেই এয়ার কন্ডিশনারের ফ্যানের গতি এবং তাপমাত্রা সেট করে। কখন কম্প্রেসর ও ফ্যান চালু হবে, কখন বন্ধ হবে, কতক্ষণ তা চলবে, অটো মোড একটা এসি-র ক্ষেত্রে এই সব কিছুই স্বয়ংক্রিয় ভাবে করতে থাকে। তার থেকেও বড় কথা হল AC-র Auto Mode একটা ঘরের মধ্যে ভাল পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।