মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ফাতেমা বেগম রানী যেভাবে এগিয়ে যাচ্ছে

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ২০, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ

উদ্যোক্তা বিষয়ক সাক্ষাৎকার পর্ব-৬ আজ আমরা কথা বলব ফাতেমা বেগম রানীর সাথে, চকরিয়া থেকে কাজ করছেন অনেক দিন ধরে। আজ জানব উদ্যোগ সম্পর্কে।

প্রথমে আপনি এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলুন?
আমি ফাতেমা বেগম রানী, আমার নিজ অর্থায়নে এবং নিজের ইচ্ছা শক্তি,শ্রম,ও মেধার সমম্বয়ে তিলে তিলে গড়ে তোলা ক্ষুদ্র একটি অনলাইন প্লাটফর্ম ভিত্তিক প্রতিষ্ঠানে “রানীর রান্না ঘর” এবং “রানীর লেডিস কালেকশন” এন্ড এক্সেসরিজ।

আমাদের দেশের বেশীরভাগ শিক্ষার্থীরা পড়ালেখা শেষে চাকরি খুঁজতে ব্যস্ত থাকে সেক্ষেত্রে আপনি ভিন্ন হলেন কেন?
আমাদের দেশে বেশিরভাগ শিক্ষার্থীরা পড়ালেখা শেষে চাকরি খুজার।প্রধান কারণ হলো আমাদের সমাজ। আমি যদি বি,বি,এ/এম,বি,এ/বি,এস,সি, যে কোন ধরনের ডিগ্রী অর্জন করি। তাহলে আমি যদি অতি ক্ষুদ্র বা ছোট কোন ব্যাবসা করি তবে আমার প্রতিবেশী, আত্নীয় -স্বজন,বাবা, মা, বন্ধু-বান্ধব সবাই আমাকে ছোট চোখে দেখবে। কেন আমি এত পড়াশোনা করে সামান্য ব্যবসা করতেছি অথবা আমি যদি সরকারি একটা পিয়নের চাকরী নিয়ে থাকি সমাজ আমাকে বাহবা দিবে।তাই আমরা সবাই চাকরি পিছনে দৌড়ায়।

শুরুটা কেমন? মূলধন কি রকম এবং কতজন পেশাদার নিয়ে শুরু হয়েছিলো?
আমার শুরুটা ভাল ছিল না, আমাকে আমার আত্নীয়-স্বজন,পাড়া-প্রতিবেশী সবাই বলেছে , কিন্তু আমি নিজের উদ্যোগে নিজের ইচ্ছায় সামনের এগিয়ে যাচ্ছি। মূলধন খুব বেশি ছিল না, আমি নিজে পরিশ্রমে এবং আমার আরেক সহযোগী কে নিয়ে রাত দিন এক করে আজকের এই পর্যন্ত এসেছি।

এই উদ্যোগটিই বা কেন নিলেন?
এই উদ্যোগ টা নেওয়ার আমার অনেক কারণ আছে। আমি ছোট বেলা থেকেই দেখে আসতেছি, আমার বাবার বাড়িতে ও শশুর বাড়িতে অনেক জন মহিলা, পুরুষ কাজ করত, তাদের যখন বয়স হয়ে যায়,তারা আগের মত কাজকর্ম করতে পারেনা তখন কাজের থেকে বিদায় দেওয়া হয়। তখন তারা ভিক্ষা করতে বাধ্য হয়। আমাকে কুলে,পিঠে করে বড় করেছেন। তাদের এই করুন পরিনতি দেখে। আমার স্বামী টাকা তাদের কে দিলে বকা শুনতে হয়,তাই সিদ্ধান্ত নিলাম নিজে রোজগার করে তাদের জন্য দুই মুঠো ভারতে ব্যাবস্তা করব। বর্তমানে আমার বয়স্ক তিনজন পুরুষ ও দুজন জন মহিলা আছে। মহান আল্লাহ পাকের রহমতে তাদের খাওয়া,কাপড়, ওষুধের কোন রকম ব্যাবস্তা করেছি আলহামদুলিল্লাহ।

গ্রাহক সংগ্রহ হয়ে থাকে কেমন করে?
ফেইসবুক এ বিভিন্ন ই কমার্স গ্রুপে। প্রচার এবং প্রসারের গ্রাহক সংগ্রহের এক মাত্র লক্ষ্য। আমার পণ্যের গুণগত মান ও বাজারজাত করার পূর্বে পণ্যের বিক্রিমুল্য নির্ধারণ করি এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার লক্ষ্যে অবিচল সংগ্রাম করি।

বর্তমানে কতজন পেশাদার/কর্মী রয়েছে আপনার প্রতিষ্ঠানে?
বর্তমানে আমার প্রতিষ্ঠানে পেশাদার ৩ জন এবং চুক্তি ভিত্তিক অপেশাদার রয়েছে ৫ জন।
৭.প্রতিষ্ঠান ব্যবস্থাপনার জন্য আলাদা কোন ব্যবস্থাপনা টিম/বিভাগ কি রয়েছে?
না, আমি আর পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের জন্য নিজে কাঁচা মাল সংগ্রহ করি এবং পণ্য উৎপাদন করে থাকি।তাই আমি কোন প্রকার ব্যবস্হাপনা টিম রাখিনি।

আপনার প্রতিষ্ঠানের অর্জন?
আমার প্রতিষ্ঠানে মহান আল্লাহ পাকের রহমত এবং সবার দোয়ায় জেলা, উপজেলা ভিত্তিক বহু অর্জন রয়েছে
(১) কক্সবাজার জেলা থেকে
Cox’s bazar Youth Entrepreneurs Club(CYEC) এর পক্ষ থেকে ২০২১ সালের বর্ষসেরা নবীন নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছি।
(২)Active E-commerce Family চট্টগ্রাম থেকে নবীন নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছি।
(৩)মায়াবিনী Business point (MBP)এর পক্ষ থেকে Super Active হিসেবে সম্মাননা পেয়েছি।
(৪) চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে ২ টা সম্মননা পেয়েছি
একটি ক্রিয়েটিভ কাজের জন্য।
আরেক টি কুকিং ও বেকিং এর উপর সেরা সেলার হিসেবে।
আলহামদুলিল্লাহ এই গুলো আমার প্রতিষ্ঠানে অর্জন।

আপনার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন কোন পদক্ষেপ বা উদ্যোগ কি ব্যাক্তিগত এবং প্রাতিষ্ঠানিকভাবে আছে?
অবশ্যই, আমার প্রতিষ্ঠানে বিরাট এক অংশ বয়স্ক মা, বাবাদের জন্য খরচ করি। কোন রকম কমতি পড়লে আমার হাসবেন্ড আর্থিক সহযোগিতা করেন। আমার “রানীর রান্না ঘর” এর আউটলেট হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দূর্বার চেষ্টা করে আসছি।এতে করে আমি আমার সমাজ, এবং দেশের সমৃদ্ধি অর্জন করব এবং বহু বেকার যুবক, যুবতীর চাকরি হবে।যা দেশের সিংহ ভাগ অগোছালো সংসার কে পুরাণে সংসার করবে।

উদ্যোক্তা হতে কি কি প্রয়োজন?
উদ্যোক্তা বিশেষে কোন কিছু প্রয়োজন হয় না।
(১)অদম্য ইচ্ছা শক্তি
(২)প্রখর চিন্তা শক্তি
(৩) বুদ্ধি ও জ্ঞানের সমম্বয়
(৪) সৃষ্টি শীলতা
(৫) নেতৃত্ব প্রদান
(৬)সাহসীকতা
(৭) আত্ববিশ্বাসী হওয়া
(৮)ব্যবস্হাপনা
(৯) আরো অনেক কিছুই হতে পারে………………

সর্বশেষ - খেলাধুলা