সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বাইক ও স্কুটারের মধ্যে কোনটা আপনার জন্য সেরা দেখে নিন – News18 Bangla

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ২১, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ


কলকাতা: স্কুটার এবং বাইক, দুটোই পরিবহনের সাশ্রয়ী মাধ্যম। কিন্তু দুটিপ মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অনেকেই স্কুটার নাকি বাইক, কেনার আগে সিদ্ধান্ত নিতে পারেন না।

স্কুটার বা বাইক কেনার সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত চাহিদা এবং পছন্দের উপর নির্ভর করে। আপনি যদি শহুরে অঞ্চলে পরিবহনের জন্য টু হুইলার কেনার পরিকল্পনা করেন, তবে স্কুটার ভাল বিকল্প হতে পারে।

তবে আপনি যদি রোজ লম্বা রুটের জন্য বাহন খোঁজেন, তবে বাইক নিঃসন্দেহে একটি ভাল বিকল্প হতে পারে। যাই হোক, এক লাখ টাকায় একটি টু-হুইলার কেনার অর্থ, আপনি একটি ছোট বাইক বা স্কুটার কিনতে চান, যাতে বাড়ির চারপাশে টুকটাক কাজ করতে পারেন!

আরও পড়ুন- রাস্তার গর্ত নাকি বাম্পার, বাইক-স্কুটির বেশি ক্ষতি করে কোনটি? জেনে নিন আজই

স্থানীয় এলাকায় কাজের জন্য স্কুটার ভাল অপশন হবে। কেন, তা জেনে নেওয়া যাক-

বাইকের চেয়ে স্কুটার চালাতে বেশি আরামদায়ক। স্কুটারের সিট চওড়া। ফলে আরামদায়ক। অনেকটা সময় চালালেও ক্লান্তি থাকে না শরীরে। আরামদায়ক ভ্রমণ চাইলে স্কুটি শ্রেয়।

বাইকের তুলনায় স্কুটারে বেশি স্টোরেজ থাকে। সীটের নিচে স্টোরেজ থাকে। সামনের অংশে কিছুটা জায়গা থাকে। রাইডার পা রাখতে পারে সেখানে। হুকে ব্যাগও ঝোলানো যায়।

বাইকের তুলনায় স্কুটার ড্রাইভিং স্মুথ। এতে রাইডারকে গিয়ার চেঞ্জ করতে হয় না। স্কুটারে স্বয়ংক্রিয় গিয়ারবক্স থাকে। তা ছাড়া ক্লাচ ধরার ঝক্কি নেই। বাড়িতে মহিলা এবং বয়স্ক সদস্য থাকলে স্কুটারই বেস্ট অপশন। কারণ বাইক হলে তাতে বয়স্ক বা মহিলাদের বসতে কিছুটা সমস্যা হতে পারে। স্কুটি সেই সমস্যা একেবারেই হবে না।

Published by:Suman Majumder

First published:

Tags: Bikes, Scooter



Source link

সর্বশেষ - খেলাধুলা