১৪৪৯ টাকার প্ল্যানের সুবিধা: ১৪৪৯ টাকার প্ল্যানে, ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০ এসএমএস এবং দৈনিক ১.৫ জিবি ডেটার সুবিধা পান। এই প্ল্যানটি গ্রাহকদের Hero Unlimited Benefits এবং Vi Movies & TV VIP এর সুবিধা প্রদান করে। ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটির বৈধতা ১৮০ দিনের।