বিশ্বের সব থেকে দ্রুতগামী বাইকগুলির মধ্যে অন্যতম Dodge Tomahawk. বিশ্বের দ্রুততম বাইকের দাম ৩৫ কোটি টাকা। এই বাইকের নাম ডজ টমাহক। প্রায় ১৭ বছর আগে এই বাইকটি একটি নন-স্ট্রিট হিসেবে মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিল। এই সুপার বাইকটি প্রথম দেখা গিয়েছিল ২০০৩ উত্তর আমেরিকার অটো শোতে। সেই সময়েও এই বাইকের ডিজাইন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। Dodge Tomahawk বাইকের গতি 672 kmph।