নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ৭৪ হাজার ৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রেনেটা ৫ কোটি ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইবনে সিনা ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, আল-হাজ্ব টেক্সটাইল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ব্যাংক এশিয়া, বিডিকম অনলাইন, বিডিথাই ফুড, বার্জার পেইন্টস, বারাকা পতেঙ্গা পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি অ্যান্ড এ টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল,ইবনে সিনা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, কেয়া কসমেটিক্স, কাট্টালি টেক্সটাইল, লাভেলো আইসক্রিম, মোজাফফর হোসেন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, এনআরবিসি ব্যাংক,ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, আরএকে সিরামিকস, রবি, স্যালভো কেমিক্যাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার ও ইয়াকিন পলিমার লিমিটেড।