অনেক সময় সাধারণ সাবান ব্যবহার করেও জামাকাপড়ের হলদে দাগ দূর করার চেষ্টা করা হয়, আবার কখনও মেশিনের সাহায্যেও জামাকাপড় ধোয়া হয়। তবে কিছুতেই কাপড়ের তাতে ঔজ্জ্বল্য ফিরে আসে না। এই ক্ষেত্রে কস্টিক সোডা ব্যবহার করা যেতে পারে। এবারে জেনে নেওয়া যাক কস্টিক সোডা কী এবং কীভাবে তা ব্যবহার করা যায়।