সোমবার , ১০ জুলাই ২০২৩ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

মারামারির নাটক সাজিয়ে দিনে-দুপুরে ১০ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
bdnewstimes
জুলাই ১০, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

google_ad_client = "ca-pub-4770550234200900"; /* footer2 */ google_ad_slot = "footer2"; google_ad_width = 300; google_ad_height = 250;


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দিনের বেলা প্রকাশ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে দুই কর্মচারীকে মারধর করে টাকাগুলো ছিনতাই করে নেওয়া হয়েছে।

রোববার (৯ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালি থানার রিয়াজ উদ্দিন বাজার এলাকার রয়েল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন- রিয়াজউদ্দিন বাজার রিদওয়ান কমপ্লেক্সের মোবাইল ফোন বিক্রির প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের কর্মচারী মো. মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘দুই কর্মচারী নগদ নয় লাখ ৮০ হাজার টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। রয়েল টাওয়ারের সামনে তাদের মারধর করে টাকাগুলো নিয়ে যায় একদল দুর্বৃত্ত। আমরা ঘটনা তদন্ত করেছি। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।’

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান সারাবাংলাকে বলেন, ‘দোকান থেকে টাকা নিয়ে বের হওয়ার পর কর্মচারীদের অনুসরণ করছিল কয়েকজন। তারা রয়েল টাওয়ারের সামনে পৌঁছার আগ মুহূর্তে পূর্বেই ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এ সময় কৌশলে দুই কর্মচারীকে জটলার ভেতর ঢুকিয়ে মারধর করে টাকার ব্যাগ নিয়ে যায় তারা। মারধরে দু’জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম





Source link

সর্বশেষ - বিনোদন