মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
শনিবার বেলা ১১ টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট ফিতা কেটে উদ্বোধন করেন। পরে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নাসির উদ্দীন ,মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, আরএমও ডাঃ মোঃ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড ইব্রাহিম শাহীন প্রমুখ ।