বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

‘মৌলবাদী জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে’

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ১৭, ২০২৩ ২:১৪ পূর্বাহ্ণ


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছরে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম’ নামে একটি সংগঠন।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে তাদের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার কলঙ্কজনক ঘটনা ঘটেছিল। জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রতা মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জন্য নয়। এসব ভ্রান্ত মতবাদ ও ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ হবেই। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় এই অপশক্তি রুখবেই।’

তিনি বলেন, ‘সিরিজ বোমা ও জঙ্গি হামলার সেই ভয়াল দিনগুলো আর কোনো দিন ফিরে আসুক তা দেশপ্রেমিক জনগণ চায় না। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় প্রগতির পথে ধাবিত হোক বাংলাদেশ, সেটাই প্রত্যাশা করে দেশবাসী। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে।’

সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মুক্তিযুদ্ধের প্রজন্মের নির্বাহী সভাপতি সাইফুন নাহার খুশী, সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, রাজীব চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশ, মাহি আল জিসা, ইলিয়াছ হায়দার, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন, সম্পাদকমন্ডলীর সদস‍্য জবরুত উল্লাহ, কোহিনুর আকতার, খোরশেদ আলম, ইশতিহাদ শিপন, আবদুর রহিম, এস এম রাফি, কোহিনুর আখতার মুন্নি, পারভীন আকতার ও সুমন দাশ।

সারাবাংলা/আরডি/এনএস





Source link

সর্বশেষ - বিনোদন