আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছেন। বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে আহত হয়েছেন অন্তত ২৮ জন। তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের দক্ষিণে ব্রুকলিন হোমস এলাকায় ব্রুকলিন ডে নামের একটি অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিলেন স্থানীয়রা।
ফক্স নিউজ জানিয়েছে, ২০ থেকে ৩০টি গুলি চালানো হয়েছিল। হামলাকারী সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট এই ঘটনাটিকে একটি বেপরোয়া, কাপুরুষোচিত কাজ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এখানে যা ঘটেছে তা স্থায়ীভাবে অনেকের জীবন পরিবর্তন করেছে এবং দুই জীবন নষ্ট হয়েছে।
সারাবাংলা/আইই