শিশু যৌন নির্যাতনের কারণে দোষী সাব্যস্ত একজন ব্যক্তিকে ক্ষমা করেছিলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক। এ তথ্য প্রকাশের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগ করেছেন তিনি।
ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু নিগ্রহের অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছিল। তিনি সরকারচালিত একটি হোমে শিশুদের উপর যৌন নির্যাতন চালাতেন। ধরা পড়ার পর আট বছরের সাজা হয় তার। তবে ক্যাটালিন প্রেসিডেন্টের ক্ষমতাবলে সাজা কমিয়ে দেন।
৪৬ বছর বয়সী ক্যাটালিন শনিবার (১০ ফেব্রুয়ারি) এক টেলিভিশন বার্তায় তার পদত্যাগ ঘোষণা করেন। তিনি বলেন, আমি একটি ক্ষমার আদেশ জারি করেছিলাম যা অনেক লোকের জন্য বিভ্রান্তি এবং অস্থিরতার কারণ হয়েছিল। আমি একটি ভুল করেছিলাম।
নোভাক হাঙ্গেরির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। ২০২২ সালে তিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের অন্যতম রাজনৈতিক মিত্র।
তবে প্রেসিডেন্ট ক্যাটালিনের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে দায়ী করছেন বিরোধী রাজনীতিবিদরা। হাঙ্গেরির রাজনীতিবিদ ডনাথ আনা ফেসবুকে লিখেছেন, আমরা নিশ্চিতভাবে জানি যে, ভিক্টর অরবানের জানাশুনা এবং সম্মতি ছাড়া ফিডেজ হাউজের আশেপাশে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়া হয় না।
The post যৌন নিপীড়ককে ক্ষমা: হাঙ্গেরির প্রেসিডেন্টের পদত্যাগ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.