মোঃ আল-আমিন, শরীয়তপুর প্রতিনিধিঃ
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শরীয়তপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়ে ঢাকায় ফেরার পথে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারে ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শরীয়তপুর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় শরীয়তপুর শহীদ বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শরীয়তপুর জেলা ছাত্রদল।
মিছিলে খালেদা জিয়ার মুক্তিসহ সারাদেশে হামলা-মামলা নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন খান বাহাদুর আফজাল নূর, নুরুল আলম বাবু, রাসেল মোল্লা, আতিক খান, আলোম, আসলাম, সোহেল তালুকদার, সাইফুল, মিয়া অলড্রিন, শহিন সহ প্রমুখ।