শনিবার , ৪ জানুয়ারি ২০২০ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সফল হতে চাই নিয়মিত অভ্যাস!

প্রতিবেদক
bdnewstimes
জানুয়ারি ৪, ২০২০ ১:৫১ অপরাহ্ণ


‘সাফল্য’ শব্দটা ছোট হলেও এর ব্যাপ্তি অনেক বেশি। সফলতা একদিনে ধরা দেয় না। দিনের পর দিন কাজ করতে করতে এক সময় সফল হতে হয়। কিন্তু শুধু কাজ করলেই কি সফল হওয়া যায়? এর পেছনেও থাকে কিছু অভ্যাস যা কাজকে গতিময়তা দান করে। চলুন জেনে নিই কী সেই অভ্যাস, যা থাকলে সাফল্য আপনার আসবেই।

দিনের শুরুটাই যেন হয় উদ্দেশ্য নিয়ে: প্রতিটা দিনই এক প্রকার আশীর্বাদ স্বরূপ। তাই দিনকেও কাজে লাগাতে হবে সঠিকভাবে। দিনের শুরুতে সব কাজের জন্য অবশ্যই একটা লক্ষ্য থাকতে হবে আর সেই সাথে সেই কাজ করার জন্য আগ্রহ। বেশিরভাগ সফল মানুষের পেছনের গল্পই পরিশ্রম আর একাগ্রতার।

আর এর জন্য প্রয়োজন একটি সঠিক উদ্দেশ্য বা লক্ষ্যের। সবার আগে নিজের মনের কথা জানুন। ভেবে দেখুন তো যা আপনি করতে চাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে আপনার নিজস্ব জ্ঞান কতটুকু। সেই কাজটি আপনি সফল করতে পারবেন কিনা। এরপর সেই কাজটি পূরণের উদ্দেশ্য নিয়েই প্রতিদিনের সকালটা শুরু করুন।

সঠিক অভ্যাসগুলো চিহ্নিত করুন: বেশিরভাগ মানুষেরই সব সময় একটা সাধারণ প্রশ্ন থাকে। ‘আমি এখান থেকে সেখানে কীভাবে যাব?’ (সেখানে বলতে নিজের স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত) কিন্তু কখনও আমরা ভেবে দেখি, যদি আমরা সেই পর্যন্ত যাই তবে কী করব? যদি আমরা বড় কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকি তবে তখন কীভাবে আমাদের সময় কাটবে? কী ধরনের বিশ্বাস, চিন্তা, আবেগ আর কাজ তখন করব আমরা?

যদি আপনি সঠিক চিন্তা এখনই বাছাই না করতে পারেন তবে অভ্যাস কী করে গোছানো হবে? কাজেই একটু থামুন! ভাবুন! এখন ভাবুন কীভাবে আপনি প্রতিদিনকে দেখছেন! কোন সময় রোজ ঘুম থেকে ওঠেন আপনি? কাদের সাথে সময় কাটান? কী ধরনের রুটিন মেনে চলেন রোজ?

প্রতিটা বিষয় খাতায় খুব সুন্দর করে লিখুন। এরপর সেগুলো নিয়ে ভাবুন। এই অভ্যাসের তালিকাগুলোই আপনাকে বলবে আপনি সঠিকভাবে অভ্যাস আয়ত্ত করেছেন কিনা। সেই অনুযায়ী কাজ করছেন কিনা। পরবর্তীতে এই অভ্যাসগুলো নিয়েই আপনি কতদূর যাবেন তাও জানাবে এই তালিকা।

নিজের প্রতিটি পদক্ষেপের উপর লক্ষ্য রাখুন সমানভাবে: আপনাকেই সেই মানুষ হতে হবে যে নিজের ছোট থেকে বড় সকল কাজ সমানভাবে খেয়াল রাখে। জীবনে প্রতিটি পদক্ষেপ নেওয়ার সময়ই আপনি ভাবুন, আজ আমি যেখানে এর পরের পদক্ষেপ কী হবে। আমি কি ঠিক সময় ঘুমাচ্ছি? আমি কি সঠিকভাবে নিজের যত্ন নিচ্ছি?

আপনি নিজে নিজেকে সবচেয়ে ভালো জানেন। আপনি জানেন কীভাবে সুস্থ থাকতে হবে, কীভাবে কাজ করতে হবে। অন্য কেউ এগিয়ে এসে আপনাকে সহায়তা করবে না। এটা শুধুমাত্র একটু সাহসের ব্যাপার নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে নিজেকে শুধরে নেওয়ার।

একটি কাজ যা অবশ্যই প্রতিদিন করবেন: প্রতিদিনের জীবনে যে কোনো একটি কাজ নিয়মিত করা উচিত। সেটা হতে পারে নিজের পছন্দের কাজ, অথবা বিজনেসের কাজ। খুব সাধারণ হলেও সেটা করা উচিত। এখানে কোনো ধরনের অজুহাত একদম দেওয়া চলবে না। ধরুন, আপনি লিখতে ভালোবাসেন। আপনার কাজ হচ্ছে প্রতিদিন খুব অল্প সময় হলেও লেখার জন্য রাখা।

এমন নয় যে, সব সময় উৎসাহ নিয়েই লিখতে হবে। তবু লিখুন। নিয়মিত লিখতে লিখতে এক সময় এটাই সবচেয়ে আগ্রহের জায়গা হয়ে দাঁড়াবে। এটা কিন্তু কোনো কাজের অংশ হিসেবে নয়, মনের খোরাকের জন্যই লিখবেন! ঠিক এভাবেই যে কাজটি করতে আপনার ভালো লাগে সেটি দিনের যে কোনো একটি সময়ে করুন। বই পড়া, হাঁটা, রান্না করা যা ভালো লাগে করুন।

বড় কাজের জন্য ছোট ছোট পরিকল্পনা: আজ থেকে এক বছর পর আপনি আপনার কাজকে ঠিক কোন জায়গায় দেখতে চান তা নিয়ে নিশ্চয়ই আপনার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা অনুযায়ী সকল কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এরপর সেগুলোকে সপ্তাহ, মাস, বছর আঙ্গিকে সাজিয়ে ফেলুন। প্রতিটা দিন সৎভাবে কাটানোর চেষ্টা করুন। আর একদিনে তিনটার বেশি জরুরি কাজ না রাখাই ভালো। পরিকল্পনা অনুসারে এরপর কাজ শুরু করুন।

আবেগ যেন কাজের গতি না থামায়: আপনি কিন্তু কাজের জায়গায় এসে বলতে পারবেন না আপনার ভালো লাগছে না। আপনি কাজ করতে চান না। তাহলে সে কাজ তো থামবেই, আশেপাশের মানুষের কাছেও হয়ত আপনি খুব ভালোভাবে উপস্থাপিত নাও হতে পারেন। অন্য কেউ একজন এসে আপনাকে মোটিভেট করবে এরপর আপনি কাজের জন্য প্রস্তুত হবেন তা কিন্তু কখনোই নয়!

আপনার কাজের ভার নিতে হবে আপনাকেই। ঠিক কোথা থেকে শুরু করতে হবে তাও যদি আপনি না জানেন তবুও এই দায়ভার আপনারই। আজ আপনি আবেগের বশে যে কাজ করলেন না তা যেন কখনোই সারা জীবনের আফসোস হয়ে না দাঁড়ায়।

পুরস্কার দিন নিজেকে: বেশ কিছুদিন কাজ করার পর কোনো কাজে সফল হয়েছেন? পরবর্তী কাজে যোগ দেওয়ার আগে নিজেকে পুরস্কৃত করুন। অবাক লাগছে শুনে? অন্যকে পুরস্কৃত করা যায়। কিন্তু তাই বলে নিজেকে? হ্যাঁ অবশ্যই। যে কোনো কাজে সফলতা কিন্তু নিজের চেষ্টাতেই আসে। তাই সে কাজ পূরণ হলে নিজের জন্য পছন্দসই কিছু একটা কিনে ফেলুন। হতে পারে সেটা বই, ঘড়ি, কোথাও ঘুরতে যাওয়া, পছন্দের কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া। নিজেকে পুরস্কার দিলে কাজের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়।

জরুরি অভ্যাস সব সময়ই জরুরি:ছোট বেলায় পড়া খরগোশ আর কচ্ছপের গল্প আমরা সবাই জানি। যেখানে খরগোশ নিজের অতিরিক্ত কনফিডেন্সের কারণে ধীরগতির কচ্ছপের কাছে প্রতিযোগিতায় হেরে যায়। জীবনটাও এমনই। আপনি যে কাজে যত দ্রুত এগোতে চাইবেন ধীরে ধীরে পদক্ষেপ ততই ধীর হয়ে আসবে। শূণ্য থেকে শুরু করলে এক লাফে কখনোই ১০০তে পৌঁছানো যায় না। নিজের কাজের উপর, অভ্যাসের উপর ভরসা রাখুন।

আপনি যত প্র্যাকটিস করে আগাবেন ততই সফলতা আপনার হাতের মুঠোয় ধরা দেবে। আত্মবিশ্বাস বাড়বে আপনার মাঝে। কাজ শুরুর আগে জানতে হবে বাস্তবতা। এরপর সেটিকে পরিপূর্ণ কীভাবে করবেন সেই নিয়ে থাকতে হবে চেষ্টা। কাজ শুরুর পর মোটিভেশন আপনাকে আরও সামনে এগিয়ে দেয়। আপনার লক্ষ্যকে বাস্তবতায় পরিণত করে এমন কাজ করার চেষ্টা করুন সব সময় তা যতই ছোট হোক বা বড়। আপনি প্রতিদিন নিয়ম মেনে কাজ করতে থাকুন, দেখবেন মোটিভেশন আপনার দুয়ারে চলে এসেছে। তথ্যসূত্র: ইন্টারনেট



Source link

সর্বশেষ - খেলাধুলা