বিগবসের (Bigg boss) ঘরে এসে মুহূর্তে জনপ্রিয় হয়ে গিয়েছেন অভিনেত্রী নিক্কি তাম্বোলি (Nikki Tamboli)। তবে শুধু বিগবস নয়। যাঁরা নেটদুনিয়ায় ঘোরাফেরা করেন তারা জানেন নিক্কির রূপেও কূপোকাত অনেকেই। একের পর এক উষ্ণ ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তোলেন তিনি। সম্প্রতি কেপ টাউনের সমুদ্র সৈকত থেকে বিকিনি পরা ছবি পোস্ট করলেন নিক্কি।