আব্দুর রহিম, সাতক্ষীরা ব্যুরো:
সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলসের বিপুল পরিমাণ সরকারি নারকেল গাছের পরিচর্যা শুরু করলেন বিভাগীয় প্রধান ও ইন-চার্জ শফিউল বাশার। সাধারণত সরকারি গাছগুলো অবহেলায় অযত্নে পড়ে থাকে। সকলে এর ফল ভোগ করতে চায় কিন্তু পরিচর্যা করেই না। ফলে বিশেষ করে সরকারি গাছ বা সম্পত্তি নষ্ট হতে থাকে।
এবার এর ব্যতিক্রম উদ্যোগ নিলেন টেক্সটাইল মিলস ইন-চার্জ। তিনি মিলের প্রায় ৬’শত নারকেল গাছের গোড়া পরিষ্কার অভিযান করেন। এরপর পরিষ্কার শেষে ৩-৪ প্রকার সার ও কীটনাশক মিশিয়ে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেন। ইজারাদার আফছার আলী ও সোহরাব হোসেন সবুজের সহযোগীতায় গত ৬ দিন ধরে শ্রমিকদের নিয়ে একাজ তিনি পরিচালনা করছেন। এসময় আরো সাথে ছিলেন সিকিউরিটি ইনচার্জ বাদশাসহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ। ব্যতিক্রমী গাছের পরিচর্যার বিষয়টি সচেতন মহলের দৃষ্টি কেড়েছে এবং ফলন বৃদ্ধির আশা ব্যক্ত করেছেন বলে জানা গেছে।