অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোন কেনার। কিন্তু আইফোনের দাম অনেকটাই বেশি হওয়ার কারণে, অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় না। কিন্তু আইফোন প্রেমীদের জন্য একটি সুখবর রয়েছে। সেপ্টেম্বরেই লঞ্চ হয়েছে iPhone 14 সিরিজের ফোন। এর ফলে আইফোনের আগের বিভিন্ন সিরিজের ফোনের উপর বিভিন্ন ধরনের অফার পাওয়া যাচ্ছে।
জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্টে আইফোনের বিভিন্ন সিরিজের উপর দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের অফার। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে iPhone 13 পাওয়া যাচ্ছে মাত্র ৪৫,২০০ টাকায়। শুনতে অবাক লাগলেও এমন আকর্ষণীয় দামেই ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে iPhone 13 সিরিজের ফোন। এক নজরে দেখে নেওয়া যাক, ফ্লিপকার্টের এই অফারের সমস্ত খুঁটিনাটি।
বর্তমানে আইফোন ১৩-র আসল রিটেল প্রাইস হল ৬৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে আইফোন ১৩ ফোনের উপর দেওয়া হচ্ছে ৫ শতাংশ ছাড়। এর ফলে ফ্লিপকার্টে আইফোন ১৩ ফোনের দাম দাঁড়াচ্ছে ৬৫,৯৯৯ টাকা। আইফোন ১৩-র বেস ভেরিয়েন্ট অর্থাৎ ১২৮ জিবি মডেলের দাম ৬৫,৯৯৯ টাকা। কিন্তু এ-ছাড়াও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে আইফোন ১৩-র উপর পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন ধরনের অফার। এর ফলে ৬৯,৯০০ টাকার iPhone 13 পাওয়া যাচ্ছে মাত্র ৪৫,২০০ টাকায়।
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক’টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
আসলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে iPhone 13 সিরিজের ফোনের উপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও। সূত্রের খবর, আইফোন ১৩ সিরিজের ফোনের উপর ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১৭,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার। এ-ক্ষেত্রে গ্রাহকদের পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের মূল্য। কিন্তু ফ্লিপকার্টে iPhone 13 সিরিজের উপর সর্বোচ্চ এক্সচেঞ্জ অফার হল ১৭,৫০০ টাকা।
এ-ছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড হোল্ডাররা আইফোন ১৩ সিরিজের ফোনের উপর পেয়ে যাবেন অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক। এর ফলে ফ্লিপকার্টে আইফোন ১৩ সিরিজের দামের উপর পাওয়া যাবে সরাসরি ৩,২৯৯ টাকার ছাড়। বিভিন্ন ধরনের অফার মিলিয়ে ফ্লিপকার্টে আইফোন ১৩ সিরিজের ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে। এর ফলে ফ্লিপকার্টে iPhone 13 ফোন কিনতে পারা যাবে মাত্র ৪৫,২০০ টাকায়।
আবার আর একটি জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজনে iPhone 13 সিরিজের ফোন পাওয়া যাচ্ছে ৬৫,৯৯৯ টাকায়। অ্যামাজনে এই ফোনের উপর পাওয়া যাচ্ছে ৫ শতাংশ ক্যাশব্যাক। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড হোল্ডাররা এই ৫ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাবেন। অ্যামাজনে iPhone 13 ফোনের উপর পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১৩,৩৫০ টাকার এক্সচেঞ্জ অফার।
আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
iPhone 13-এর ফিচার – অ্যাপেলের iPhone 13 সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে এ ১৫ বায়োনিক চিপসেট। আইফোন ১৪-তেও ব্যবহার করা হয়েছে এই একই চিপসেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর স্ক্রিন। এই ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট-আপ। এছাড়াও এই ফোনে সেলফি তোলার জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
অন্য দিকে আবার ভারতে অ্যাপেল তাদের আইফোন এসই ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই ফোনটি লঞ্চ করা হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। তখন এই ফোনের দাম ছিল ৪৩,০০০ টাকা। এই ফোনের ৬৪ জিবি মডেলের দাম ছিল ৪৩,৯০০ টাকা, ১২৮ জিবি মডেলের দাম ছিল ৪৮,৯০০ টাকা এবং ২৫৬ জিবি মডেলের দাম ছিল ৫৮,৯০০ টাকা। অ্যাপেল এই সিরিজের ফোনের দাম বাড়িয়ে দেওয়ার ফলে এই ফোনের তিনটি মডেলের দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯০০ টাকা, ৫৪৯০০ টাকা এবং ৬৪৯০০ টাকা। অর্থাৎ প্রায় ৬০০০ টাকা বৃদ্ধি পেয়েছে এই ফোনের দাম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।