নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদরের আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় মাঠে এসএসসি ২০২৪ ইং সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি আবুল ফজল গোলাম মাওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মাষ্টার,শিরন্টী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল বাকী প্রমূখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ হতে ১৯১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে অধ্যক্ষ মাহবুবুল আলম।