নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন) এর ধারা ২৪ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ২০২২ এর খসড়া বিধিমালার উপর সংশ্লিষ্ট সকলের মতামত, পরামর্শ বা আপত্তি আহবান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বিএসইসি ।
উক্ত বিজ্ঞপ্তিতে, ২০২২ খসড়া বিধিমালার উপর মতামত, পরামর্শ বা আপত্তি, যা সংবাদপত্রে প্রকাশিত হইবার ২(দুই) সপ্তাহের মধ্যে নিন্ম ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
উল্লেখ্য যে, উক্ত খসড়া বিধিমালা নিন্মোক্ত ওয়েব লিংকে এবং QR code স্ক্যান করার মাধ্যমে পাওয়া যাবে।