বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

‘সৌরবিদ্যুতের জন্য ভূমি নয়, অভাব সরকারের সদিচ্ছার’

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ১৯, ২০২৩ ৪:৩০ পূর্বাহ্ণ


শিক্ষানবীশ প্রতিবেদক

চট্টগ্রাম ব্যুরো: সৌরবিদ্যুৎ উৎপাদনে ভূমির অভাবকে শুধুই অজুহাত বলে মন্তব্য করে চট্টগ্রামে এক সেমিনারে বক্তারা বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সম্ভব, যার মাধ্যমে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া রোধ করা যাবে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে এক রেস্তোঁরায় ‘বাংলাদেশে সৌর বিদ্যুতের সম্ভাবনা: ভূমি স্বল্পতার অজুহাত ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনার ও কর্মশালায় এ বক্তব্য উঠে আসে। পরিবেশবাদী দুটি সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ক্লিন এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে বর্তমানে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের অধিকাংশ পরিচালিত হয় জীবাশ্ম জ্বালানির মাধ্যমে, যা পৃথিবীর ওজন স্তরকে ধ্বংস করে দিচ্ছে। আগে সরকার থেকে বলা হতো, ঘন বসতিপূর্ণ দেশ হওয়ায় সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা দুরূহ। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, জায়গার অভাব নেই। সরকার ইচ্ছে করলেই শতভাগ পুনঃব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদন করা সম্ভব।’

সেমিনারে উত্থাপন করা গবেষণাপত্রে বলা হয়, চট্টগ্রাম বিভাগের ৮ জেলার পতিত খাস জমির মাত্র ৩২ শতাংশ ব্যবহার করে ১৪ হাজার ৯১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা বর্তমানে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় সমান। এ আট জেলায় মোট খাস জমির পরিমাণ ৭ লাখ ৯০ হাজার ৩৬১ একর। এর মধ্যে ৮৪ হাজার ১২৪ একর এখনও বরাদ্দ হয়নি, যা চাহিদা পেলেই জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া যেতে পারে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের সাড়ে ৩২ শতাংশ পতিত খাস জমি অর্থাৎ ৩৫ হাজার ৩৫৬ একর জমিতে গ্রাউন্ড-মাউন্টেড সোলার পিভি স্থাপন করে কমপক্ষে ১৪ হাজার ৯১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

সেমিনারে বক্তারা বলেন, শুধু খাস জমি নয়, কৃষকের পরিত্যক্ত জমি, অগভীর জলাশয়, রাস্তার এবং রেললাইনের পাশের জমিতেও সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা যায়। দেশে পুনঃব্যবহারযোগ্য জ্বালানি যত বেশি ব্যবহার করা হবে, পরিবেশ বিপর্যয় তত কম হবে।

সেমিনারে ক্লিন’র প্রধান নির্বাহী মেহেদী হাসান, চুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন গবেষণা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, কাপ্তাই সোলার পাওয়ার প্ল্যান্টের সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী সাঈদ পারভেজ, পরিবেশ অধিদফতরের জ্যেষ্ঠ রসায়নবিদ রুবাইয়েত সৌরভ বক্তব্য দেন।

সারাবাংলা/ওইউ/পিটিএম





Source link

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
khaitta 20230628095210

ক্রেতার অপেক্ষায় হোগলা পাটি-খাইট্টার ব্যবসায়ীরা

2115955 HYP 0 DSCN3385 32

Instagram: ‘ইউজার নট ফাউন্ড” মেসেজ পেয়েছেন ইনস্টাগ্রামে? কেন এই মেসেজ দেখানো হয় জানলে অবাক হবেন

cy1

এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, তাহলে আর স্কুটার কিনবেন কেন? – News18 Bangla

350257761 1059399131689909 7619753306268045528 n

মন্দির নির্মাণের দাবিতে হাবিপ্রবিতে গণস্বাক্ষর দ্বিতীয় দিন আজ

wm CTG POrt 750x563 1

চট্টগ্রাম বন্দরে ডুবেছে আবুল খায়ের গ্রুপের জাহাজ

received 5618929354873689

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠক।। কারাভোগ শেষে এক ভারতীয়কে ফেরত

New Project 15 4 167066050816x9

বার বার নখ ভেঙে যাচ্ছে? স্বাস্থ্যকর নখ পেতে কী করতে হবে দেখে নিন!

wm hatirjeel edit

হাতিরঝিল লেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩

wm tkl 800x416

পাহাড়ি ঝর্নায় বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ কিশোরের

wm nasik sov aone kendro

নাসিক নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় টিম গঠনের সিদ্ধান্ত আ.লীগের