জাকির হোসেন আজাদী : মুসলিম নারীরা বাবার সম্পত্তিতে ভাইয়ের অর্ধেক ভাগ পেয়ে থাকেন। কিন্তু হিন্দু নারীরা বঞ্চিত হয়ে আসছেন যুগযুগ ধরে। ভাই বোন দু’জনই বাবার সন্তান হওয়ার পরও ভাই ভাগ পেয়ে থাকেন বোন কোনো ভাগ না পাওয়ায় বিভিন্ন সময় অনেককেই সোচ্চার হতে দেখা যায়।
এবার আইন মন্ত্রণালয়ের সচিবসহ আটজনকে বিবাদী করে হিন্দু নারীরা বাবার সম্পদের ভাগ না পাওয়া কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে রুলের জবাব দেওয়ার জন্য ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
গত ১৩ ফেব্রুয়ারি হিন্দু নারীদের পিতার সম্পদের ভাগ না পাওয়া আইনি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন বনানীর বাসিন্দা মৃত অশোক দাস গুপ্তের মেয়ে ব্যবসায়ী অনন্যা দাস গুপ্ত ।
আরও পড়ুন:
নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ সম্পাদক পদ খালি থাকবে…