[১] ফিনল্যান্ডে আবারো কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি সামসুল আলম
সালেহ বিপ্লব: [২] গত ১৩ জুন ফিনল্যান্ডে কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত সামসুল আলম (সুমন) আবারো ভোটে জয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
[৩] তিনি সরকারের শরিক দল left alliance (vasemmisto) পার্টি থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেন।
[৪] তিনিই প্রথম বাঙালি যিনি পর পর দুইবার সিটি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
[৫] ২০১৭ সালে কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনেও প্রথম বারের মতো প্রথম বাঙালি হিসেবে নির্বাচিত হয়ে ফিনল্যান্ডের ইতিহাসে রেকর্ড গড়েন।
[৬] তার জয়লাভে ফিনল্যান্ডে বাঙালি কম্যুনিটি, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় অন্যান্য দেশের কম্যুনিটির মধ্যে আনন্দ ও খুশির ঝর্ণা ধারা বয়ে যায়।
[৭] এরই ধারাবাহিকতায় ইমিগ্র্যান্ট, ফিনিশ ও অন্যান্য কম্যুনিটি পরবর্তীতে ফিনিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে সামসুল আলম সুমনকে দেখতে চান। সুমন মোজাহেদ উদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর উপজেলার অন্তর্গত ইব্রাহিমপুর গ্রামের মিয়া বাড়ির মোজাহেদ উদ্দিনের সন্তান।
[৮] শামসুল আলম জানান, ২০১০ সালে তিনি ফিনল্যান্ডে পাড়ি জমান এবং পড়াশোনার পাশাপাশি left alliance পার্টিতে নাম লেখান। মাত্র ৬ বছর পরেই টিকেট পেয়ে যান কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহণ করার। শুধু টিকেট পেয়েই বসে থাকেন নি, সাফল্যের মুকুটও ছিনিয়ে আনেন অতি অল্প সময়ের মধ্যে।