জল্পনা চলছিল জোরদার- যদি ২০০ মেগাপিক্সেল ওয়ালা ক্যামেরা ফোনের কথা ওঠে, তাহলে এগিয়ে থাকবে Samsung। কেন না, সম্প্রতি ফাঁস হওয়া টিপস্টার রিপোর্ট বলছিল যে আগামী বছরের গোড়ার দিকেই বাজারে এসে যেতে পারে Samsung Galaxy S23 Ultra। দাবি করা হচ্ছিল যে এটাই প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন হতে চলেছে।
কিন্তু এখন ব্যাপারটা পুরো আলাদা, Samsung-এর আর এই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দিক থেকে প্রথম হওয়ার দাবি মুছে গেল। কেন না, সম্প্রতি ভারতে Motorola কোম্পানি লঞ্চ করছে তাদের লেটেস্ট নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এসেছে Moto Edge 30 Ultra ও Moto Edge 30 Fusion নামের দুটি ফোন।
আরও পড়ুন- ফোনের ব্যাটারি ফেটে মৃত্যু হল ঘুমন্ত মহিলার! Redmi-র এই স্মার্টফোন থাকলে সাবধান!
এই দুটি ফোনেই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপসেট। এই দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে ১৪৪ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। Moto Edge 30 Ultra হল ভারতের প্রথম ফোন, যাতে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। এক নজরে দেখে নেওয়া যাক Moto Edge 30 Ultra ও Moto Edge 30 Fusion ফোনের দাম এবং ফিচার।
Moto Edge 30 Ultra ও Moto Edge 30 Fusion ফোনের দাম –
Moto Edge 30 Ultra ফোনের লঞ্চিং প্রাইজ হল ৫৯,৯৯৯ টাকা। Moto Edge 30 Ultra ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হল ৫৯,৯৯৯ টাকা।
কিন্তু জানা গিয়েছে যে, সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে যখন এই ফোনের সেল শুরু হবে, তখন নির্দিষ্ট সময়ের জন্য এই ফোন মাত্র ৫৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। Moto Edge 30 Ultra ফোনটি পাওয়া যাবে দুটি কালারে – ইন্টারসেলার ব্ল্যাক এবং স্টারলাইট হোয়াইট অপশনে।
Moto Edge 30 Fusion ফোনের লঞ্চিং প্রাইজ হল ৪২,৯৯৯ টাকা। Moto Edge 30 Fusion ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হল ৫৯,৯৯৯ টাকা। কিন্তু জানা গিয়েছে যে, সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে যখন এই ফোনের সেল শুরু হবে, তখন নির্দিষ্ট সময়ের জন্য এই ফোন মাত্র ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
আরও পড়ুন- ভিডিও কলে চলছে জরুরি মিটিং! সেখানেও পাতা প্রতারণার ফাঁদ! উধাও হয়ে যাবে সব টাকা!
Moto Edge 30 Ultra ফোনটি পাওয়া যাবে দুটি কালারে – কসমিক গ্রে এবং সোলার গোল্ড অপশনে।
Moto Edge 30 Ultra ও Moto Edge 30 Fusion ফোন দুটি পাওয়া যাবে ফ্লিপকার্ট (Flipkart) এবং রিলায়েন্স ডিজিটালে (Reliance Digital)। এছাড়াও গ্রাহকেরা এই ফোন ক্রয়ের সময় জিও (Jio) বেনিফিটের সুবিধা নিতে পারেন। এর মাধ্যমে প্রায় ১৪,৬৯৯ টাকার সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও ভাউচারের মাধ্যমে প্রায় ১০,৬৯৯ টাকার সুবিধা পাওয়া যাবে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে (Flipkart Big Billion Days Sale 2022) এই ফোন বিক্রি করা হতে পারে। সুতরাং এই ফোনে আরও আকর্ষণীয় অফার পাওয়া যেতে পারে।
Moto Edge 30 Ultra ফোনের ফিচার –
Moto Edge 30 Ultra ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, ১৪৪ এইচজেডের রিফ্রেশ রেট, ১৫০০ এইচজেডের টাচ স্যামপ্লিং রেট, এইচডিআর১০ প্লাস সাপোর্ট এবং ১২৫০ নিটসের পিক ব্রাইটনেস। Moto Edge 30 Ultra ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট, যা ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত।
এই ফোনে রয়েছে ৪,৬১০ এমএইএইচের ব্যাটারি এবং ১২৫ ডবলু ফাস্ট চার্জ। এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং ISOCELL HP1 সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এই ফোনের সামনে রয়েছে ৬০ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার।
Moto Edge 30 Fusion ফোনের ফিচার –
Moto Edge 30 Fusion ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, ১৪৪ এইচজেডের রিফ্রেশ রেট, ৩৬০ এইচজেডের টাচ স্যামপ্লিং রেট, এইচডিআর১০ প্লাস সাপোর্ট।
Moto Edge 30 Fusion ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস চিপসেট, যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত।
এই ফোনে রয়েছে ৪,৪০০ এমএইএইচের ব্যাটারি এবং ৬৮ ডবলু ফাস্ট চার্জ। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শ্যুটার যা এফ/১.৮ অ্যাপারচার যুক্ত, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 5G Smartphone, Motorola