আন্তর্জাতিক ডেস্ক
পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। এ ভ্যাকসিন শিশুরা সহ্য করতে পারবে। সোমবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফাইজার এ দাবি করেছে। যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল ট্রায়ালের পর ফাইজার তাদের ভ্যাকসিন নিয়ে এমন দাবি করল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শিশুদের শরীরে প্রয়োগের অনুমোদনের জন্য শিগগিরই আবেদন করা হবে।
ফাইজার জানায়, ২ হাজারের বেশি শিশু নিয়ে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করেছে তারা। এ ট্রায়ালে শিশুদের শরীরে ভ্যাকসিনের ছোট দুটি ডোজ প্রয়োগ করা হয়। এতে দেখা যায়, পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর।
পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়ে করা ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলও শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে ফাইজার।
উল্লেখ্য, বিশ্বজুড়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশনের পর শিশুদেরও ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি দেশে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন শিশুদের শরীরের প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ট্রায়ালে এ ফলাফলের পর শিশুদের শরীরের ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে আরও বহু দেশ।
ফাইজারের পাশাপাশি মডার্নাও ছয় থেকে ১১ বছর বয়সী শিশুদের নিয়ে একটি ট্রায়াল পরিচালনা করছে। ওই ট্রায়ালের ফলাফলও শিগগির প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, ক্লিনিক্যাল ১২ বছরের কম বয়সী শিশুদের শরীরে ১০ মাইক্রোগ্রামের ডোজ প্রয়োগ করা হয়েছে। ১২ বছরের বেশি বয়সীদের শরীরের প্রয়োগ করা হয়েছে ৩০ মাইক্রোগ্রামের ডোজ।
সারাবাংলা/আইই