কলকাতা: বাজারে বৈদ্যুতিক দু-চাকার গাড়ির ক্রমবর্ধমান চাহিদা। এখন সাইকেল সংস্থাগুলিও ইলেকট্রিকে কনভার্ট হচ্ছে। সম্প্রতি, দেশের শীর্ষস্থানীয় সাইকেল প্রস্তুতকারক স্ট্রাইডার জেটা ম্যাক্স ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে।
কোম্পানি এই সাইকেলের দাম রেখেছে ৩০ হাজার টাকা। এই সাইকেলে এলইডি ডিসপ্লে, ডিস্ক ব্রেক রয়েছে। কোম্পানির দাবি, এটি ১ কিলোমিটার চালাতে খরচ হবে মাত্র ৭ পয়সা।
আরও পড়ুন- বিশ্বকাপ জিতবে কোন দল? ভারতের নাম নিলেন না অশ্বিন, জানালেন কোন দেশ তার ফেভারিট
অর্থাৎ দিনে ১০ কিলোমিটার চালাতে খরচ হবে মাত্র ৭০ পয়সা। এই বৈদ্যুতিক সাউকেলে ইনস্টল করা ব্যাটারির ক্ষমতা বেশ ভাল। স্ট্রাইডার জেটা ম্যাক্স ইলেকট্রিক সাইকেলটি সম্পূর্ণ চার্জে ৩৫ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে।
আরও পড়ুন- ইডেনের ড্রেসিংরুমে আগুন ! দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
কোম্পানি এতে একটি ৩৫-ভোল্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করেছে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘন্টা সময় নেয়। এই সাইকেলে প্যাডেল অ্যাসিস্ট টেকনোলজি দেওয়া হয়েছে, যার সাহায্যে চড়াই-উতরাই পথেও সাইকেলটি সহজেই চালানো যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।