সোমবার , ১৫ মে ২০২৩ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

Cancer Treatment | ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, এই ৩ পদ্ধতিতে বিরাট সাফল্য! কোথায় হচ্ছে এই চিকিৎসা? – News18 Bangla

প্রতিবেদক
bdnewstimes
মে ১৫, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ


দ্বারভাঙা: সপাতালের ক্যানসার বিভাগের এইচওডি ডা. অভিষেক আনন্দ বলেন, ‘প্রধানত ৩টি পদ্ধতিতে ক্যানসারের চিকিৎসা করা হয়। প্রথমটি হল সার্জিক্যাল অনকোলজি। একে সার্জারি বলা হয়। কোনও ব্যক্তির শরীরের কোথাও টিউমার বা কোনও মাংসপিণ্ড থাকলে তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। দ্বিতীয়টি হল রেডিয়েশন অনকোলজি। এতে এমন কিছু রশ্মি ব্যবহার করা হয় যা ক্যানসার কোষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। তৃতীয়টি হল মেডিকেল অনকোলজি। এর মধ্যে রয়েছে কেমোথেরাপি’।

চিকিৎসা পদ্ধতি নির্ভর করে কোন ধরনের ক্যানসার হয়েছে এবং সেটা কোন পর্যায়ে আছে তার উপর। কিছু ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের নির্দিষ্ট এক ধরনের চিকিৎসাই করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের একসঙ্গে কয়েক ধরনের চিকিৎসা দেওয়া হয়। যেমন কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির সঙ্গে অস্ত্রোপচার। এর মধ্যে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি বা হরমোন থেরাপিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

আরও পড়ুন: কথায় কথায় মেয়েদের মুড পরিবর্তন কি আসলে ন্যাকামি? কেন হয় মুড সুইং জানেন?

ক্যানসারের কিছু জটিল ক্ষেত্রে প্রতিস্থাপন প্রয়োজন হয়। দ্বারভাঙ্গার ক্যানসার রোগীদের এখন আর এর জন্যে বেশি দূর যেতে হবে না। শুধুমাত্র দারভাঙ্গা জেলাতেই এই ধরনের রোগীরা ক্যানসার সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। যার জন্য আগে রোগীকে দিল্লি, পুণে বা পটনা যেতে হত।

আরও পড়ুন: হাসপাতালে যাঁদের ছাড়া চলে না, সেই নার্সদের বিষয়ে এমন কিছু তথ্য, যা অবাক করে দেবে

জেলায় এখন দুটি ক্যানসার হাসপাতাল: ক্যানসারের চিকিৎসার জন্য এখন দ্বারভাঙ্গা জেলার মানুষদের আর বাইরে যেতে হবে না। জেলাতেই তৈরি হয়েছে দুটি ক্যানসার হাসপাতাল। রয়েছে বিশ্বমানের প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদল। প্রথমটি স্বামী বিবেকানন্দ ক্যানসার হাসপাতাল। এটি এনএইচ ৫৭-এর পাশে অবস্থিত। অন্যটি পারস হাসপাতাল। এখানেই ক্যানসারের যে কোনও জটিল চিকিৎসা করার সবরকম ব্যবস্থা রয়েছে।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Cancer, Cancer Treatment



Source link

সর্বশেষ - খেলাধুলা