বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

Gisat-1 Launch: স্বাধীনতা দিবসের ঠিক আগেই ISRO-র চরম সাফল্য, এবার নজর রাখা হবে অন্তরীক্ষে

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ১২, ২০২১ ৩:৩১ পূর্বাহ্ণ


#নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের  (Independence Day) আগেই ভারতের ইসরো-র   (ISRO) এক বড়সড় সাফল্য৷ এবার ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস তার আগেই কৃত্রিম উপগ্রহ  (Satellite)  উৎক্ষেপণ করার প্রস্তুতি সেরে ফেলেছে৷ ইসরো নিজেদের বহু স্বপ্নের প্রজেক্ট জিও ইমেজিং উপগ্রহ জিস্যাট -১ (Gisat-1) কাল অর্থাৎ ১২ অগাস্ট উৎক্ষেপণ করতে চলেছে৷ এই বড় উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে৷ এই উপগ্রহ নজর রাখবে অন্তরীক্ষ থেকে৷ একে ‘আকাশে ভারতের চোখ’ হিসেবে বলা হচ্ছে৷

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধবন অন্তঃরীক্ষ কেন্দ্র বৃহস্পতিবার জিএসএলভি এফ ১০  ধরে মহাকাশে উৎক্ষেপণ করা হবে এই কৃত্রিম উপগ্রহ৷ এই উপগ্রহের কোডনেম ইওএস -০৩ (EOS-3)৷ ইসরো -র থেকে প্রাপ্ত খবর অনুযায়ি এই উপগ্রহের প্রক্ষেপণ ১্য২ অগাস্ট সকাল ৫টা ৪৩ মিনিটে হবে৷

ইসরো বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই সুখবর জানিয়েছেন৷ এর সঙ্গে ইসরো জিএসএলভি এফ ১০ মিশনের তাজা ছবিও সেখাই দিয়েছে৷ ইওএস-০৩ খুবই উন্নত উপগ্রহ৷ জিএসএলভি এফ ১০ -র সাহায্যে যাকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে৷ করোনা ভাইরাস সংক্রমণের কারণে এই উপগ্রহের প্রক্ষেপণ পিছিয়ে গিয়েছিল৷

এর আগে এই বছর ২৮ ফেব্রুয়ারি ইসরো ১৮ ছোট উপগ্রহও লঞ্চ করেছিল৷ এতে দেশি-বিদেশি উপগ্রহ ছিল৷ এর আগে অন্তরীক্ষ বিভাগের রাজ্য মন্ত্রী জিতেন্দ্র সিং সদ্যই জানিয়েছেন আইওএস -৩ পুরো দেশকে প্রতিদিন ৪-৫ বার ইমেজিং করতে পারবে৷ এতে জলস্রোত, ফসল, বনাঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখা যাবে৷ এটি বন্যা ও সাইক্লোনের খবরও দিতে পারবে৷

সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ি রকেটে প্রথমবার ৪ মিটার ব্যাস যুক্ত বিশেষ আকৃতিযুক্ত পেলোজ ফায়ারিং (হাইশিল্ড) থাকবে৷ এছাড়াও উপগ্রহে ৬ ব্যান্ডেক মাল্টিস্পেকট্রল দৃশ্য আর নিয়র ইনফ্রা রেডের ৪২ মিটার রেজোলিউশন পেলোড ইমেজিং সেন্সর থাকবে৷ এটা যেমন বিভিন্ন জিনিসের ওপর খেয়াল রাখবে ঠিক তেমনিই দেশের সুরক্ষায় রণনীতি তৈরিতেও ভূমিকা নেবে৷



Source link

সর্বশেষ - খেলাধুলা