উত্তর দিনাজপুর: পুজোর আগে চুল-পড়া কমান, রুক্ষ চুলে আনুন জেল্লা। চুলের যত্নে জবা ফুল। বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, ভিটামিন সি, ফসফরাস, রাইবোফ্ল্যাভিন-সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে জবা ফুলে। এই ফুল চুলের গোড়াকে মজবুত ও মসৃণ করে। এছাড়াও জবা ফুল চুলের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে।
নারকেল তেলের সঙ্গে জবাফুলের পাপড়ি বেঁটে মিশিয়ে স্নানের আগে মাথায় লাগালে চুলের ঘনত্ব বাড়বে ম্যাজিকের মতো। এছাড়াও কাঠবাদামের তেলের মধ্যে শুকিয়ে রাখা জবাফুলের পাপড়ি মিশিয়ে মাথায় মাখুন। রুক্ষ চুলেও জেল্লা আসবে। জবা ফুল লোমকূপে জমে থাকা টক্সিন দূর করে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। জবা ফুলের রস বেঁটে চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়। টাক পড়া রোধ করতেও কার্যকরী জবা।
জবা ফুলে আছে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস, অ্যামিনো অ্যাসিড, মিউকিলেজ ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্ট যা চুলকে পুষ্টি দেয় ও চুল লম্বা করে।জবা ফুলে রয়েছে ব্যাকটেরিয়া রোধকারী ক্ষমতা, যা মাথায় খুশকি-সহ একাধিক সমস্যা দূর করে।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।