#নয়াদিল্লি: Apple সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন iPhone 14 সিরিজ। চারটি ডিভাইস- iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max এই সিরিজের আওতায় আনা হয়েছে।
ভারতেও এই ডিভাইসগুলির প্রি-অর্ডার শুরু হয়েছে। সিরিজের ফ্ল্যাগশিপ মডেল iPhone 14 Pro Max ডিভাইসের দাম 1,39,900 টাকা থেকে শুরু এবং 1.9 লক্ষ টাকা পর্যন্ত (1TB ভেরিয়েন্টের জন্য)। এমন পরিস্থিতিতে আমরা এই বাজেটে পাওয়া যায়, এমন সেরা ৫টি বাইকের কথা বলব। অর্থাৎ, আপনি চাইলে iPhone 14 Pro Max-এর দামে এই বাইকগুলি নিতে পারেন।
1. Royal Enfield Hunter 350
রয়েল এনফিল্ডের এই বাইকটি সম্প্রতি লঞ্চ হয়েছে। বাইকটির দাম 1.50 লক্ষ টাকা থেকে শুরু। এতে 349cc ইঞ্জিন রয়েছে, যা 20.2 bhp এবং 27 Nm টর্ক দেয়। বাইকটিতে সামনের ডিস্ক এবং পিছনের ড্রাম ব্রেক সহ অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেম রয়েছে। হান্টার 350 বাইকটির ওজন ১৭৭ কেজি। এটি কোম্পানির সবচেয়ে হালকা বাইক।
আরও পড়ুন- বিদ্যুতের বিল থেকে ইন্টারভিউ কল! এই ৪ হোয়াটসঅ্যাপ বা SMS এলে ভুলেও খুলবেন না!
2. TVS Ronin
টিভিএসের এই বাইকটিও সম্প্রতি বাজারে এসেছে। বাইকটির দাম শুরু হচ্ছে 1.49 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। TVS Ronin বাইকে 226cc ইঞ্জিন রয়েছে, যা 20 bhp পাওয়ার এবং 19.93 Nm টর্ক জেনারেট করে। টিভিএস রনিন সামনে এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক সহ অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেম রয়েছে। বাইকটির ওজন ১৫৯ কেজি। এতে ১৪ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।
3. Yamaha R15 V4
এই বাইকের দাম প্রায় 1.80 লক্ষ টাকা (এক্স-শোরুম)। Yamaha R15 V4 বাইকটিতে 155cc ইঞ্জিন রয়েছে, যা 18.1 bhp পাওয়ার এবং 14.2 Nm টর্ক জেনারেট করে। LED হেডলাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কুইকশিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে এতে। বাইকটির ওজন ১৪২ কেজি। এতে ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।
4. Honda Hness CB350
Honda Hness CB350 বাইকটি Royal Enfield এর টক্করে নেমেছে বাজারে। এই স্ট্রিট বাইকের দাম 1.98 লক্ষ টাকা শুরু। বাইকটিতে 348cc ইঞ্জিন রয়েছে, যা 20.78 bhp পাওয়ার এবং 30 Nm টর্ক জেনারেট করে। Hness CB350 বাইকটির ওজন ১৮১ কেজি। এতে ১৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।
আরও পড়ুন- iPhone 14 সিরিজ, তিনটি প্রিমিয়াম ঘড়ি! আর কী কী লঞ্চ করল Apple! জানুন
5. Royal Enfield Classic 350
Royal Enfield Classic 350 হল এই সেগমেন্ট-এ কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। এর দাম শুরু হয় 1.9 লক্ষ টাকা থেকে। বাইকটিতে 349cc এয়ার-অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 20.2 bhp পাওয়ার এবং 27Nm টর্ক জেনারেট করে। Classic 350-র ওজন ১৯৫ কেজি । এতে ১৩-লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। বাইকটি রেট্রো লুক-এর জন্য বেশ জনপ্রিয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPhone 14, Royal Enfield