কলকাতা: মোবাইল প্ল্যান ছাড়া জীবন অচল৷ আপনি কি নতুন প্যাক ভরানোর অপেক্ষায়৷ তাহলে মার্কেটে আসা নতুন এই ধামাকা প্ল্যানগুলির সম্পর্কে জানেন তো? এই নতুন প্ল্যানগুলিতে গ্রাহকরা ৭৮ দিন পর্যন্ত প্ল্যানের বৈধতা, ৬GB পর্যন্ত ডেটা এবং ১০০০টি SMS পর্যন্ত পাবেন। বিশেষ বিষয় হল এতে ব্যবহারকারীরা ডেটার জন্য কোনও দৈনিক লিমিট নেই৷