হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত শ্রাবণ মাসের পূর্ণিমা। হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী এখনও চলছে শ্রাবণ মাস। আগামী ৩০ ও ৩১ অগাস্ট পূর্ণিমা তিথি।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, এই তিথিতে উপবাস করে উপাসনা ভগবান শিব, বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এই বছর শ্রাবণ পূর্ণিমার উপবাস পালিত হবে ৩১ অগাস্ট। এই দিনে অনেক শুভ যোগও তৈরি হচ্ছে।
প্রথমত, এই দিন বৃহস্পতিবার। তাই সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। এই দিনে কিছু প্রতিকার গ্রহণ করলে পরিবারের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। সুখ ও সমৃদ্ধি আসবে, অর্থনৈতিক লাভ হবে, মিলবে বাস্তু দোষ থেকে মুক্তিও।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানালেন, শ্রাবণ পূর্ণিমার দিনে স্নান ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এই দিনে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়।
কাকতালীয় ভাবে এই দিনে আরও একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। এই দিনই মঘা নক্ষত্র ত্যাগ করে সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই কিছু আচার পালন করলে উপকার হবে গৃহস্থের। দেখে নেওয়া যাক এক নজরে!
দান:
বৃহস্পতিবার শ্রাবণ পূর্ণিমার শুভ দিনে কোনও দরিদ্র বা ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করা যেতে পারে। পাশাপাশি খাদ্য দানও গুরুত্বপূর্ণ। হলুদ দিয়ে চাল দান করা যেতে পার। এতে জীবনে সুখ-সমৃদ্ধি আসে এবং সকল দোষ-ত্রুটি দূর হয়।
অর্থনৈতিক উন্নতির জন্য:
যদি কোনও ব্যক্তি ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে শ্রাবণ পূর্ণিমার দিন বাজার থেকে ১১টি কড়ি কিনে লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করতে হবে। লাল কাপড়ে ওই কড়ি বেঁধে নিজের আলমারি বা লকারে রাখতে হবে। দারিদ্র্য দূর হবে, লাভ আসবে, আয়ও বাড়বে।
বাস্তু দোষ থেকে মুক্তির জন্য:
বাস্তু দোষ থাকলে, শ্রাবণী পূর্ণিমা তিথিতে স্নান করে ঘরে লাগানো তুলসি গাছে দুধ নিবেদন করতে হবে।
শ্রাবণ পূর্ণিমা তিথি—
শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩০ অগাস্ট সকাল ১১ টা ৫০ মিনিটে। চলবে ৩১ অগাস্ট সকাল ৭ টা ৫৭ মিনিট পর্যন্ত। তবে এই ৩০ অগাস্টই শুরু হচ্ছে ভদ্রা নক্ষত্রের কাল, রাত ৯.৫৯ মিনিট পর্যন্ত ভদ্রার ছায়া থাকবে। তবে উদয়তিথিকে সামনে রেখে ৩১ অগাস্ট বৃহস্পতিবার পূর্ণিমা হিসেবে ধরা হবে। এদিনই রাখি বন্ধন উৎসব পালিত হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raksha Bandhan 2023