কলকাতা: শীতের মরশুম তো প্রায় চলে এল। ফলে কয়েক মাসের জন্য এসি-র ব্যবহার বন্ধ থাকবে। গাড়ির এসি-ও ব্যবহার করা হবে না। কিন্তু এসি বন্ধ থাকলে তো খুবই মুশকিল! বিকল হয়ে যেতে পারে গাড়ির এসি। যা মেরামত করার জন্য পকেটের উপর বিশাল চাপ পড়বে।
আসলে গাড়ির এসি-র উপর শীতের মরশুমে মনোযোগ না দিলে তা শুধু পাখা হয়ে থেকে যাবে। যা থেকে শুধু গরম হাওয়া নির্গত হবে। এই পরিস্থিতিতে কয়েকটি বিষয় মাথায় রাখলে গাড়ির এসি-ও ঠিক থাকবে আর টাকাও বেঁচে যাবে। সেই বিষয়গুলি কী কী, তা দেখে নেওয়া যাক!
পরিষ্কার ফিল্টার:
এসি-র ফিল্টার সব সময় পরিষ্কার রাখতে হবে। গাড়ির ফিল্টার নষ্ট হয়ে গেলে তা বদলাতে হবে। এসি-র ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে এতে উপস্থিত ধুলোবালি দীর্ঘমেয়াদে এসি-র কম্প্রেসারকে ক্ষতিগ্রস্ত করে দেবে এবং এসি-র লাইনকে অবরুদ্ধ করে দিতে পারে।
আরও পড়ুন- টায়ারে হাওয়া দেওয়ার দিন শেষ! এখন বাজারে এয়ারলেস টায়ার! অনেক সমস্যার সমাধান
সার্ভিসিং জরুরি:
প্রতি ৪ থেকে ৬ মাসে একবার করে গাড়ির এসি সার্ভিসিং করাতে হবে। এতে এসি-র সঙ্গে সম্পর্কিত প্রতিটি অংশ সঠিক ভাবে কাজ করে। এসি-র কোনও ছোটখাটো ত্রুটি থাকলেও তা ধরা পড়ে যাবে। এমনকী তা বড় আকার ধারণ করার আগেই মেরামত হয়ে যাবে।
মাঝেসাঝে এসি চালাতে হবে:
শীতের মরশুমে গাড়ির এসি মাঝেসাঝে চালু করা উচিত। এতে এসি-র গ্যাস সঠিক ভাবে চলাচল করতে থাকে। এর পাশাপাশি এসি-র শীতলতাও প্রভাবিত হয় না। এই কারণে এসি-র বেল্ট এবং রোটেটরও ঠিক মতো কাজ করে।
আরও পড়ুন- পঞ্চাশ বছর পর ভারতে AC দেখতে কেমন হবে? ছবি দেখাল AI, হা হয়ে যাবেন দেখে
শীতকালে এই কাজটি করতে হবে:
শীতের দিনে এসি-র পরিবর্তে যদি কেউ হিটার ব্যবহার করেন, তাহলে তার সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য এসি-র স্যুইচটিও অন করে দিতে হবে। আর শীতকালে সাধারণ পরিষেবার সময়ও এসি চেক করাতে ভুললে চলবে না। এতে এসি কম্প্রেসারের দীর্ঘায়ু লাভ করবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Conditioner, Cars