কোনও আইফোন ইউজার যদি নিজেদের পাসকোড ভুলে গিয়ে থাকেন বা ফেস আইডি কাজ করছে না বলে নিজেদের আইফোন ওপেন করতে না পারেন, তাহলেও চিন্তা করার দরকার নেই। আইফোন অ্যাক্সেস করার একটি উপায় রয়েছে। পাসকোড ছাড়াই নিজেদের আইফোন আনলক করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
প্রথম পদ্ধতি –
কম্পিউটার ব্যবহার করে পাসকোড ছাড়া আইফোন আনলক করার উপায় –
এই পদ্ধতির জন্য একটি ম্যাক বা একটি পিসি ব্যবহার করা প্রয়োজন। কেউ যদি একটি পিসি ব্যবহার করেন, তবে সেই সিস্টেমটি উইন্ডোজ ১০-এর সঙ্গে আপ টু ডেট এবং আইটিউনস আছে কি না তা দেখে নিতে হবে। এরপর নিজেদের আইফোনটিকে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের আইফোন আনলক করতে কম্পিউটার ব্যবহার করে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে –
১) প্রথমেই নিজেদের আইফোন অফ করতে হবে।
২) এরপর রিকভারি মোড এন্টার করে রিস্টার্ট করতে হবে। এই ক্ষেত্রে iPhone SE এবং iPhone 6s বা তার আগের মডেলের জন্য হোম বাটন ব্যবহার করতে হবে।
৩) সেই বাটন ধরে রাখার সময় Mac বা Windows PC-র সঙ্গে নিজেদের iPhone কানেক্ট করতে হবে।
আরও পড়ুন: WhatsApp-এ আসছে ভয়েস চ্যাট! টেক্সট চ্যাটের চেয়ে কতটা আলাদা হবে এই নয়া ফিচার?
৪) যতক্ষণ না নিজেদের আইফোনে রিকভারি মোড স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে, ততক্ষণ সেই বাটনটি প্রেস করে রাখতে হবে।
৫) নিজেদের ম্যাক বা উইন্ডোজ পিসিতে আইটিউনসে ফাইন্ডার চালিয়ে নিজেদের আইফোন সিলেক্ট করতে হবে।
৬) এরপর restore অপশন সিলেক্ট করতে হবে।
৭) নিজেদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করার পর, স্ক্রিনে দেওয়া উপায় অবলম্বন করতে হবে।
৮) এরপর নিজেদের কম্পিউটার restore প্রক্রিয়া শুরু করবে এবং আইফোনের জন্য সর্বশেষ সফ্টওয়্যার আপডেট ডাউনলোড করবে যা ১৫ মিনিট পর্যন্ত সময় নিতে পারে।
৯) এই কাজ একবার সম্পূর্ণ হয়ে গেলে সেই আইফোন স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে এবং সেটআপ স্ক্রিন দেখা যাবে।
১০) এরপর কম্পিউটার থেকে নিজেদের আইফোনের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং এটিকে একটি নতুন পাসকোড, টাচ আইডি, ফেস আইডি বা এগুলি ছাড়াই সেট আপ করতে হবে।
দ্বিতীয় পদ্ধতি –
পাসকোড ছাড়াই আইক্লাউড ব্যবহার করে আইফোন আনলক করার উপায় –
কেউ যদি নিজেদের আইফোনে Find My feature অপশনটি সিলেক্ট করে রাখেন, তাহলে তিনি আইক্লাউড ব্যবহার করে এটি আনলক করতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায় –
১) প্রথমেই একটি ডিভাইসে একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে (যেমন অন্য একটি স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার) এবং iCloud-এ সার্চ করতে হবে – com/find/
২) এরপর নিজেদের Apple ID দিয়ে সাইন ইন করতে হবে।
৩) এরপর All Devices-এ ক্লিক করতে হবে এবং ড্রপ-ডাউন মেনু থেকে নিজেদের লক করা আইফোন সিলেক্ট করতে হবে।
৪) এরপর Erase iPhone অপশন সিলেক্ট করতে হবে। কেউ যদি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে থাকেন, তাহলে তাঁকে নিজেদের অ্যাপল আইডি পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং ছয় সংখ্যার ভেরিফাই কোড এন্টার করতে হবে। যা তাদের সেই রেজিস্টার্ড ডিভাইসে পাঠানো হবে।
৫) এরপর Erase অপশনে ক্লিক করতে হবে।
৬) এরপর আবার অনুরোধ করা হলে নিজেদের অ্যাপল আইডি পাসওয়ার্ড পুনরায় এন্টার করতে হবে।
উভয় পদ্ধতিতেই আনলকিং প্রক্রিয়া চলাকালীন স্থায়ী ডেটার ক্ষতি এড়াতে নিজেদের আইফোন ডেটার নিয়মিত ব্যাকআপ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখা উচিত যে, পাসকোড ছাড়াই নিজেদের আইফোন আনলক শুধুমাত্র প্রয়োজন হলেই করা উচিত। এই পদ্ধতির অপব্যবহার অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে। সর্বদা নিশ্চিত করতে হবে যে, নিজেদের কাছে একটি আইফোন আনলক করার জন্য প্রয়োজনীয় অনুমতি অনুমোদন রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Technology