কলকাতা: গাড়ি কেনার আগে সব দিক ভাল করে খতিয়ে দেখা প্রয়োজন। তার মধ্যে মাইলেজ বা অন্য সুবিধার দিক যেমন দেখা দরকার তেমনই নিরাপত্তার বিষয়টাও খতিয়ে দেখা দরকার।
G-NCAP (গ্লোবাল নিউ কার অ্যাসসেমেন্ট প্রোগ্রাম) সারা বিশ্বে গাড়ির নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে রেটিং দিয়ে থাকে। NCAP হল ব্রিটেনের স্বেচ্ছাসেবী সংস্থা Towards Zero Foundation-এর একটি প্রকল্প। G-NCAP-র হিসেব অনুযায়ী ভারতের সেরা ১০টি নিরাপদ গাড়ির নাম জেনে নেওয়া যাক—
১. এক নম্বরে রয়েছে Skoda Kushaq এবং Volkswagen Taigun। এই দুই কম্প্যাক্ট SUV দারুন সুন্দর দেখতে। এতে রয়েছে ছ’টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কনট্রোল, রোল ওভার সিকিওরিটি, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম।
আরও পড়ুন- নতুন ল্যাপটপ কিনতে চান? এই ৫ ব্যাপার মাথায় রাখবেন, ঠকতে হবে না তা হলে
২. দ্বিতীয় স্থানে রয়েছে Mahindra XUV700। এটি ফাইভ স্টার স্কোর করেছে। এতে রয়েছে সাতটি এয়ার ব্যাগ। এবিএস, ইএসপি, ড্রাইভার ড্রাওসিনেস ডিটেকশন, অত্যাধুনিক সহায়তা, ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং, স্মার্ট পাইলট অ্যাসিস্ট।
৩. তৃতীয় স্থানে রয়েছে Mahindra Scorpio-N। এতে রয়েছে ডুয়াল ফ্রন এয়ারব্যাগ। ISOFIX চাইল্ড সিট মাউন্ট, ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক, হিল হোল্ড, হিল ডিসেন্ট কনট্রোল।
৪. চতুর্থ স্থানে রয়েছে Mahindra XUV 300। নিরাপত্তায় একে সেরা করেছে এর ইমমোবিলাইজার, ইম্প্যাক্ট সেনসিং ডোর আনলক, স্পিড সেনসিং ডোর আনলক, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, হিল স্টার্ট অ্যাসিস্ট, প্যানিক ব্রেকিং সিগন্যাল, সিট বেল্ট রিমাইন্টার। এতে আছে ৬টি এয়ারব্যাগ।
৫. পঞ্চম স্থানে রয়েছে Tata Punch। এতে রয়েছে ডুয়ার ফ্রন্ট এয়ার ব্যাগ। ISOFIX অ্যাঙ্করএজ, রিভার্স পার্কিং ক্যামেরা, ফ্রন্ট ফগ ল্যাম্প, অটো হেডল্যাম্প, রেন সেনসিং ওয়াইপার, রিয়ার ডিফগার।
আরও পড়ুন- ১৬ বছরের মেয়ের কোম্পানি, মূল্য এখন ৩ কোটি টাকা! অবাক হবেন শুনে
৬. ষষ্ঠ স্থানে রয়েছে Tata Altroz। এতে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, কর্নার স্টেবিলিটি কনট্রোল, রিভার্স পার্কিং ক্যামেরা, ভয়েস অ্যালার্ট, পার্কিং অ্যাসিসট্যান্ট, হাই অ্যাডজাস্টেবল সিট বেল্ট, ফগ ল্যাম্প।
৭. সপ্তম স্থানে রয়েছে Tata Nexon। এতে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ইলেকট্রনিক ট্রাকশন কনট্রোল, ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, হিল হোল্ড অ্যাসিস্ট, ব্রেক ডিস্ক উইপিং, ISOFIX মাউন্ট, রিভার্স পার্কিং অ্যাসিস্ট ক্যামেরা।
৮. Mahindra Thar রয়েছে অষ্টম স্থানে। এতে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ইলেকট্রনিক ট্রাকশন কনট্রোল, ইমারজেন্সি ব্রেক অ্যাসিস্ট, হিল হোল্ড অ্যাসিস্ট।
৯. নবম স্থানে রয়েছে Honda Jazz। এর বিশেষত্বই হল ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, সেনসর-সহ রিয়ার পার্কিং ক্যামেরা, ইঞ্জিন ইমমোবিলাইজার অ্যান্টি থেফ্ট সিস্টেম।
১০. Mahindra Marazzo রয়েছে তালিকার শেষ স্থানে। এতে রয়েছে, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা, কনসার্নিং ল্যাম্পস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cars