এর মধ্যে একটি ফিচার হল Following Feed। এই নতুন ফিচারগুলি এমন সময়ে সামনে এসেছে, যখন মেটা থ্রেডগুলিতে বড় পরিবর্তনের কাজ চালিয়ে যাচ্ছে। Threads অ্যাপের একটি বড় পরিবর্তন হল অ্যাপের ডেস্কটপ সংস্করণ। যা নিয়ে মেটা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। কিন্তু, থ্রেডস অ্যাপের ডেস্কটপ সংস্করণ কবে লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।