WhatsApp এমন একটি জনপ্রিয় অ্যাপ, যা প্রায় প্রত্যেকের ফোনেই ডাউনলোড করা হয়। মানুষের মধ্যে দূরত্ব কমাতে WhatsApp-এর একটি বড় ভূমিকা রয়েছে। আগে প্রতিটি ছোট কথা বলতে হলে টাকা খরচ করে কল করতে হত অথবা সীমিত টেক্সট দিয়ে এসএমএস পাঠাতে হত। এখন WhatsApp-এর সাহায্যে, ফটো এবং ভিডিও পাঠানোও খুব সহজ হয়ে গিয়েছে। দীর্ঘ ভিডিও, ডকুমেন্ট, কনট্যাক্ট সব কিছু সেকেন্ডের মধ্যে পাঠানো যায়। বললে ভুল হবে না যে কোনও কিছু যত বেশি জনপ্রিয় হয়, হ্যাকিংয়ের ঝুঁকি তত বেশি।photo source collected