স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিক্রির একটি দোকানে বিস্ফোরণে একজন গুরুতর দগ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে অক্সিজেন রিফুয়েলিং করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাইছড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ আবু তাহের ওই দোকানের মালিক বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল সোয়া চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে যায়। আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার কর্মীরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, আমরা জানতে পেরেছি, দোকানটিতে অবৈধভাবে সিলিন্ডারে অক্সিজেন রিফুয়েলিং করা হচ্ছিল। এ কাজ খুবই ঝুঁকিপূর্ণ। এসময় বিস্ফোরণে আগুন লেগে যায়। মালিক গুরুতর দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, মালিক আবু তাহেরকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণে আরও দুজন সামান্য আহত হন।
সারাবাংলা/আরডি/আইই