বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

আওয়ামী লীগের প্রতিশ্রুতিতে ‘সন্দেহ’ পূজা পরিষদের

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ১৮, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

google_ad_client = "ca-pub-4770550234200900"; /* footer2 */ google_ad_slot = "footer2"; google_ad_width = 300; google_ad_height = 250;


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সংখ্যালঘুদের নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা বলেছেন, গত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। আগামীতেও এসব প্রতিশ্রুতি নিয়ে তারা সন্দিহান।

বুধবার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে একথা বলা হয়েছে।

পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল বলেন, ‘২০২১ সালে পূজামণ্ডপে হামলার পর আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করেছিলাম, এমন সাম্প্রদায়িক ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে। এরপরও আমরা লক্ষ্য করছি, প্রতিবছরই দুর্গাপূজার আগে মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে। বিভিন্নস্থানে প্রতিমা ভাংচুর, মন্দিরে হামলার ঘটনা ঘটছে।’

‘এরপরও আমরা প্রত্যাশা রাখি, বর্তমান গণতান্ত্রিক সরকারের বলিষ্ঠ ভূমিকায় এবারের শারদোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা মনে করি, সরকার ও প্রশাসনের সঠিক সিদ্ধান্তই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সম্ভাব্য নির্যাতন, নিপীড়ন রোধ করতে পারে।’

লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও মহানগরে ২৯৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবারও নগরীর জে এম সেন হলে প্রধান পূজামণ্ডপ হবে।

পূজামণ্ডপকে ‘ডিজেমুক্ত’ রাখার আহ্বান জানিয়ে পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য্য বলেন, ‘পূজার আনুষ্ঠানিকতা অবশ্যই রাত ১২টার মধ্যে শেষ করতে হবে। প্রতিমা বিসর্জন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে।’

এছাড়া সংবাদ সম্মেলন থেকে দুর্গাপূজায় ৪ দিনের সাধারণ ছুটিসহ ১৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। এসময় পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, চন্দন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সহ-সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, দীলিপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, নটু কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক স্ট্যালিন দে, পূজা বিষয়ক সম্পাদক প্রিয়তোষ ঘোষ রতন, রাসেল দত্ত ও অয়ন ধর ছিলেন।

সারাবাংলা/আরডি/এনইউ





Source link

সর্বশেষ - বিনোদন