সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন জ্বলছে। সেই আগুন অবশ্য এখন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবে আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (৫ জুন) দিবাগত রাত ১২টায় সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নূরুল আলম দুলাল সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলছেন, বর্তমানে ওই ডিপোতে আগুন যে অবস্থায় রয়েছে, তাকে তারা বলেন ‘ড্যাম্পিং ডাউন’।
ওই ডিপোতে দিনভর দায়িত্বপালন শেষে মধ্যরাতে ফিরছিলেন নূরুল আলম দুলাল। তিনি সারাবাংলাকে বলেন, ডিপোতে আগুন এখনো পুরোপুরি নেভেনি। কোথাও কোথাও ছোট ছোট আগুন রয়ে গেছে। তবে তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এই অবস্থাকে বলি ‘ড্যাম্পিং ডাউন’। এ অবস্থা থেকে আগুন আর ছড়ানোর খুব একটা আশঙ্কা নেই। আশা করি সকাল নাগাদ আগুন সম্পূর্ণরূপে নেভানো সম্ভব হবে।
আরও পড়ুন-